পুরো বিশ্বের ফুটবল উন্মাদনার ঢেউ লেগেছে বাংলাদেশের প্রতিটি গ্রামের আনাচে কানাচে।ফুটবল নিয়ে এমন একটি আবেগ আর উন্মাদনার ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার ৫ নং চন্ডিপুর ইউনিয়নেও।
মঙ্গলবার ২২ নভেম্বর সকালে আর্জেন্টিনা এবং সৌদি আরবের ম্যাচ কে সামনে রেখে। ৫ নং চন্ডিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী নাসির উদ্দিন এর অর্থিক সহযোগিতা ক্রীড়ামোদি ও আর্জেন্টিনার সমর্থকদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
অর্থের অভাবে পছন্দের দলের জার্সি কিনতে না পারা প্রায় ৩০ জনকে এই জার্সি উপহার দেন। আমাদের মুক্তকণ্ঠ কে নাসির উদ্দিন জানান বাংলাদেশে প্রায় বেশির ভাগ মানুষ ই ফুটবল বিশ্বকাপ এলে এক অন্যরকম উন্মাদনায় ভাসে।
জার্সি থেকে শুরু করে পতাকা ব্যানার পেষ্টুন দিয়ে রাঙিয়ে তোলে চারপাশ। আর নিজের পছন্দের দলের একটা জার্সি গায়ে থাকা মানে সেই আনন্দ আরো বেড়ে যাওয়া। তাই আমি আমার খুব কাছের মানুষদের জার্সি উপহার দিতে পেরে সত্যিই আনন্দিত। খেলায় হার জিত যাই হোক আমরা সবাই যেন ভাতৃত্ব বজায় রেখে সমাজে চলতে পারি সেটাই প্রত্যাশা করেন নাসির উদ্দিন।