amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি
আগস্ট ১২, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্যে হাটহাজারীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান সভাপতিত্বে মঙ্গলবার পালিত হয়েছে।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় শুরুতে সভাপতি স্বাগত বক্তব্য দেয়ার পর বিভিন্ন সংগঠনকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান, হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম শিমুল, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, আলিফ হসপিটালের চেয়ারম্যান জসিম উদ্দিন বাবুল, উজ্জীবন ক্লাবের সাবেক সভাপতি মোঃ মহিউদ্দিন, জাগৃতির সভাপতি মোঃ ওসমান, কামালপাড়া যুব সংঘের সভাপতি মোঃ ওসমান গনি, উজ্জীবন ক্লাবের সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন।

সভা শেষে কে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উজ্জীবন ক্লাব, শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে জাগৃতি’র সাধারণ সম্পাদক সোহেল রানা, সফল আত্মকর্মী পুরুষ মোঃ নাজিম উদ্দিন, মহিলা রিনাকে পুরস্কৃত করা হয় এছাড়া নয়জন উদ্যেক্তাকে এক লাখ টাকা করে যুব ঋণ প্রদান করা হয়। সভার আগে দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরে আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।