“প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় চারঘাট উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির এর স্বার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সরদহ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাসানুজ্জামান মধু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক ব্রজহরি দাস প্রমুখ।
অনুষ্ঠানটি সারাদেশে একসাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
চারঘাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, চারঘাট পৌর মেয়র ও অতিথি বৃন্দরা প্রদর্শনী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করেন।
সেবা সপ্তাহ উপলক্ষে ১৯ থেকে ২২ এপ্রিল পর্যন্ত উপজেলার বিভিন্ন খামারীদের মাঝে বিনামূল্যে সেবা প্রদান করা হবে।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ টি স্টলে গরু, ছাগল, হাঁস, মুরগী, কবুতর, নানা প্রজাতির পশুপাখি সহ বিভিন্ন এলাকার খামারীরা অংশ গ্রহণ করেন।
সবশেষে প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ।
মোঃ মোজাম্মেল হক ০০৬
চারঘাট, রাজশাহী।
১৮ এপ্রিল ২০২৪ ইং