NITER ক্যাম্পাসের কনফারেন্স রুমে NITER Career Club-এর আয়োজনে নেতৃত্ব এবং দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে দুটি বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহায়তা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের সুযোগ করে দিতে আয়োজিত এই ওয়ার্কশপ দুটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
CV Writing & University Life Hacks Workshop বিশ্ববিদ্যালয় জীবনের সফলতা এবং পেশাদার সিভি তৈরির ওপর ভিত্তি করে অনুষ্ঠিত এই ওয়ার্কশপটি পরিচালনা করেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদুল ইসলাম রাকিব। শিক্ষার্থীরা সিভি তৈরির কার্যকর কৌশল, সময় ব্যবস্থাপনা, এবং ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা পান।
Leadership Workshop: Lead the Way নেতৃত্বের দক্ষতা বিকাশে আয়োজিত এই ওয়ার্কশপটি পরিচালনা করেন NITER Career Club-এর প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মাসুদ। তিনি নেতৃত্বের বৈশিষ্ট্য, আত্মবিশ্বাস গড়ে তোলা, এবং সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অংশগ্রহণকারীরা ওয়ার্কশপ শেষে নিজেদের নেতৃত্বের ক্ষমতা সম্পর্কে নতুন ধারণা লাভ করেন।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন নিটার ক্যারিয়ার ক্লাবের মাননীয় মডারেটর নুসরাত জাহান রুমা, নিটার ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক রাজ নন্দী ও ক্লাবের অন্যান্য কলাকুশলীদগণ।
ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের ক্যারিয়ার উন্নয়নে দিকনির্দেশনা দিয়েছে এবং আত্মবিশ্বাস বাড়িয়েছে। অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
NITER Career Club-এর এই উদ্যোগ প্রশংসিত হয়েছে ক্যাম্পাসের শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বারদের মধ্যে। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।