amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১০ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, আসামি গ্রেফতার

বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ১০, ২০২৩ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার ধুনটে অস্ত্রের মুখে প্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তাকে ধর্ষণ মামলায়  ফরহাদ হোসেন (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার স্বামী পরিত্যাক্তা ওই নারীর ভাই বাদি হয়ে ধুনট থানায় এ দায়ের করে। ফরহাদ হোসেন উপজেলার শৈলমারী গ্রামের মাহবুব হোসেনের ছেলে।

থানা ও মামলা সুত্রে জানা যায়, প্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তা ওই নারী তিন বছর বয়োসী শিশু পুত্রকে নিয়ে শৈলমারী গ্রামে তার ভাইয়ের বাড়িতে বসবাস করছিল। এমতাবস্থায় প্রতিবেশি ফরহাদ হোসেন ওই নারীকে কুপ্রস্তাব দেয়। ওই নারী তার কুপ্রস্তাব প্রত্যাক্ষান করায় ফরহাদ হোসেন তার উপর ক্ষিপ্ত হয়। গত ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার রাতে ওই নারী তার অন্ধ মায়ের সাথে ঘুমিয়ে পড়ে। রাত ১১ টার পর প্রাকৃতিক ডাকে সারা দিতে বাড়ির অদুরে বাঁশঝাড়ে যায় ওই নারী। সেখানে ওঁৎ পেতে থাকা ফরহাদ হোসেন কৌশলে ধারালো দেশীয় অস্ত্রের (চাকু) মুখে জিম্মি করে বাড়ির অদুরে খড়ের গাদার পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে এবং ওই ঘটনা কাউকে না বলার জন্য প্রাণ নাশের হুমকি দেয় ফরহাদ হোসেন। পরবর্তিতে প্রতিবন্ধী স্বামী পরিত্যাক্তা ওই নারীর শারিরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা গত ১৭ সেপ্টেম্বার রবিবার ধুনটের একটি ক্লিনিকে আল্ট্রাসনোগ্রাফী ও অন্য পরীক্ষা করিয়া করে অন্তসত্বার প্রমান মেলে। পরে আপোষ মিমাংসার নামে ফরহাদ হোসেন বিভিন্ন তালবাহানা মূলকভাবে কালক্ষেপন করে। কোন মিমাংসা না হওয়ায় ৯ অক্টোবর সোমবার ওই নারীর ভাই কাউছার আহমেদ বাদি হয়ে ফরহাদ হোসেন কে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ  হায়দার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।