চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বাংলাদেশ জাতীয়াবাদী মহিলা দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে, শনিবার ২২শে মার্চ আসর নামাজের পর হাটহাজারী উপজেলা বিএনপি’র পার্টি অফিসে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
হাটহাজারী উপজেলা বিএনপির মহিলা দলের সদস্য সচিব মোছাম্মৎ মালা বেগমের সঞ্চালনায়ে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, হাটহাজারী উপজেলা মহিলাদলের আহ্বায়ক নাসরিন আক্তারের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি’র সদস্য ও হাটহাজারী উপজেলার বিএনপির যুগ্ন আহ্বায়ক ডা. রফিকুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এর সদস্য জাহেদ উদ্দিন বিপ্লব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উত্তরজেলা ছাত্রদল নেতা ও প্রাক্তন ওসি গবিন্দ দাস, চিপাতলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ডাঃ আবুল খায়ের, চিপাতলি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল হোসেন, উত্তর জেলা মহিলাদলের সদস্য সচিব লায়লা ইয়াসমিন সহ অসংখ্য মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।