amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৬ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কর্ণফুলী নদীতে পড়ে নিখোঁজ এক যুবক

চট্টগ্রাম প্রতিনিধি
মে ১৬, ২০২৪ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পড়ে মো. শফি (৩৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছে। বুধবার (১৫ মে) দুপুর ২ টায় কর্ণফুলী নদীতে থাকা এফভি মায়া ৩ নামক জাহাজে মাছ আনলোড করার সময় অসতর্কতাবশত নদীতে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি আজ বৃহস্পতিবার আজাদীকে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

নিখোঁজ মোহাম্মদ শফি কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোহছেন আলী পাড়ার লেইঙ্গা গোষ্ঠী বাড়ির কোরবান আলীর ছেলে।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মো. ফরিদ জুয়েল বলেন, ‘নিখোঁজ শফির মৃগী রোগ ছিলো। সাম্পানটি জাহাজের সাথে বাঁধা ছিলো। ওকে নদীতে পড়ে যেতেও কেউ দেখেনি। তবে গতকাল থেকে সে নিখোঁজ।’

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ওই দিন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।

জানতে চাইলে সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, ‘নিখোঁজ শফিকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে। ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।