৩ অক্টোবর মাইজভান্ডারীয়া ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাÐারী (ক.)-এর ৩৪তম ২৬ আশ্বিন ওরশ শরীফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাÐারী (ক.) ট্রাস্ট-এর উদ্যোগে ৮দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ২য় দিবসে ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাÐারীর আয়োজনে হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাÐারী (ক.)’র জীবনী শীর্ষক এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ রফিক উদ্দিন, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা’র ভারপ্রাপ্ত সুপার মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন। পরে মাদ্রাসা-এ-গাউসুল আযম মাইজভাÐারী এবং উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদ্রাসা ময়দান হতে এক বিশাল র্যালি আরম্ভ হয়ে মাইজভান্ডার দরবার শরীফের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দরবার শরীফের মাজারসমূহ জেয়ারত শেষে শাহানশাহ্ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র মাজার প্রাঙ্গণে সমবেত হয়ে র্যালিটি শেষ হয়।