amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মিন্টু ইসলাম
জানুয়ারি ১১, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজেক আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। জানা যায়,

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাতে বগুড়া জেলার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের খোট্টাপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাজেক আলী ওই গ্রামেরই ইদা সরকারের ছেলে। এব্যাপারে শেরপুর থানার এসআই শফিকুল ইসলাম জানান, রাতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেয়ার সময় অসাবধনাতাবশত বিদ্যুায়িত স্পৃষ্ট হয়ে তিনি পুকুরে পড়ে মারা যান। সকালে স্থানীয়রা পাশ দিয়ে যেতেই তার লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে দেয় গ্রামবাসীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।