amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৯ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

অবাধ সুষ্ঠু উপজেলা নির্বাচন উপলক্ষে চারঘাটে সংবাদ সম্মেলন

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
মে ২৯, ২০২৪ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সংঘাত ও সহিংসতা পরিহার করে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করার আহব্বানে পিএফজি’র আয়োজনে রাজশাহীর চারঘাটে সংবাদ সম্মেলন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০ টায় চারঘাট টিডিসি হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পিএফজি’র চারঘাট উপজেলার সমন্নয়কারী আবুল কালাম আজাদ সনি’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চারঘাট উপজেলার সুজনের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবর, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন পিন্টু, সিনিয়র সদস্য ইসরাইল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন, বিএনএম’র জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, চারঘাট ইউপি’র সাবেক মহিলা সদস্য পিয়ারি বেগম।

সব শেষে, চারঘাট চৌরাস্তা মোড়ে একটি পথ সভা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।