বিগ টিকেট আবুধাবির সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রয়ের সময় মোহাম্মদ (৫৬) নামের এক বাংলাদেশি প্রবাসী এক মিলিয়ন দিরহাম জিতেছেন, বাংলাদেশী টাকায় প্রায় ৩কোটি টাকা।
সে আবুধাবির রাস আল খাইমারের বাসিন্দা। গত একবছর টিকিট কেনার পর এ অর্থ জিততে নিয়েছেন তিনি।
জানা যায়, মোহাম্মদ ড্রাইভার হিসাবে কাজ করার সময় তার বন্ধুদের কাছ থেকে বিগ টিকিটের কথা শুনেছিলেন। পরে ১৯ জন মিলে গত একবছর ধরেই দলগতভাবে তারা প্রতি মাসেই টিকিট কিনতেন।
লটারি জেতার অনুভূতির কথা জানতে চাইলে মোহাম্মদ বলেন, আমরা বিশেষ অফারে ২টি টিকিট কিনে ৪টি টিকেট পাই। পরে সেই টিকেট থেকে এক মিলিয়ন দিরহাম জিতি। এই বিজয়ে আমরা খুশি।
তিনি আরও বলেন, আমি আমার লটারির অর্থ আমার বন্ধুদের সাথে ভাগ করে নিবো এবং আমার অংশ দিয়ে আমার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি তৈরি করবো।
এছাড়াও তারা একই টিকিট দিয়ে পরবর্তীতে ২০ মিলিয়নের লাইভ ড্র-তে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে জানা যায় ।
জেবি/