ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে একতা-সততা-মানবিকতা-ধার্মিকতা কে পুঁজি করে এ যাবতকাল পর্যন্ত ধর্ম, দেশ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতের প্রথম প্রহরে ভালুকা পাতাল মার্কেট শাখা টিম গঠন করা হয়েছে।
নবগঠিত শাখার টিমে জহির রায়হানকে টিম লিডার, আমিনুল ইসলাম জয়কে সহকারী টিম লিডার ও মাওলানা ওমর ফারুক, মোঃ মোশারফ হোসেন, মুশফিকুর রহমান মাসুম কে উপদেষ্টা মন্ডলী এবং অন্যদেরকে সম্মানিত সদস্য করে, উপস্থিত সকলের পরামর্শক্রমে ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি ভালুকা পাতাল মার্কেট শাখা টিম ঘোষণা করেন ইত্তেফাক ব্লাড ডোনার্স সোসাইটি’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আশরাফুল আলম হাবিবী।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের অন্যতম স্বেচ্ছাসেবক রমিজ রোহান, রিয়েল রকি, জাহিদ হাসান, মোঃ মামুন রহমান মুন্না, হাফেজ মাওলানা এইচ এম শামীম আহমেদ প্রমূখ।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় মানবিকতা-ধার্মিকতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। টিম গঠন শেষে সকলেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং ইত্তেফাকের সাথে মানবিকতায় এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।