আজ ১১ মে ভোরে বৃষ্টি বলয় জুই এর প্রভাবে ঢাকার অদূরে সাভারে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারে ছাত্র হোস্টেল বর্ধিত ভবন ১ এর উপর পার্শ্ববর্তী একটি গাছ উপড়ে পরে ব্যাপক ক্ষতি হয়েছে। এসময় শিক্ষকদের জন্য তৈরি ক্যান্টিনের ব্যাপক ক্ষতি হয়েছে। যদিও এ ঘটনায় কোন ছাত্রের শারিরীক কোন ক্ষতি হয়নি তবুও তাদের রুমে থাকা মালামালের বেশ ভালো ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সূচনালগ্ন থেকেই ছাত্র হোস্টেল বর্ধিত ভবন ১ এ টীনশেড হওয়ায় গরম কিংবা বর্ষা মৌসুমে বেশ কষ্টে দিনযাপন করতো নিটারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
নিটারে ছাত্রদের জন্য ২টি হলের মধ্যে সেকেন্ড ইয়ারের হল বলে পরিচিত নিটার বর্ধিত ছাত্র হোস্টেল ১ সূচনা লগ্ন থেকে টিন শেড বিল্ডিং। যেখানে একই সিরিয়ালে ১৩ টি কক্ষে ১০৪ জন শিক্ষার্থীদের জন্য সিট বরাদ্দ দেয়া হয়। গরমের মৌসুমে তীব্র তাপদাহে যেমন কষ্ট করে ঠিক তেমনই কালের পরিক্রমায় আস্তে আস্তে টিন ক্ষয় হয়ে বৃষ্টির মৌসুম গুলতে কষ্ট করতো দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।
গাছ ভেঙে পড়ার এ ঘটনায় কোন শিক্ষার্থী শারিরীক ভাবে আঘাত প্রাপ্ত না হলেও শিক্ষার্থীদের আসবাবপত্র বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার আকষ্মিকতায় হল সুপার সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার নুরুন্নবী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের খোজ খবর নেন। এবং অতিসত্বর ক্ষতিগ্রস্থ রুমের মেরামতের কথা বলেন।