amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২১ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গুচ্ছে থাকছে না জবি, পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি

জবি প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। পরীক্ষা কার্যক্রম শুরু করার জন্য উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম কে আহ্বায়ক ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭০তম একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে। নভেম্বরে আমরা ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি দিব।

জবির শিক্ষকরা গুচ্ছ থেকে বের হয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে গতবছর থেকেই দাবি জানিয়ে আসছিলেন। সে দাবির প্রেক্ষিতে উপস্থিত একাডেমিক কাউন্সিলের সম্মিলিত সদস্যদের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এছাড়া আরো জানা যায়, এবছর পাঁচটি ইউনিটের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত হয়। পাঁচটি ইউনিট হলো এ- ইউনিট (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের জন্য), বি- ইউনিট (কলা ও আইন অনুষদের জন্য), সি- ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদের জন্য), ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদের জন্য) এবং ই- ইউনিট (চারুকলা অনুষদের জন্য)।

উল্লেখ্য, গুচ্ছ থেকে বের হতে গত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ব্যাপক আন্দোলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত গুচ্ছ থেকে পুরোপুরি বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও একেবারে শেষমূহুর্তে বিশ্ববিদ্যালয়ের আচার্যের আদেশে গুচ্ছে থাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবছর তেমন কিছু হবে না বলে আশাবাদী শিক্ষক-শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।