সাভারের নয়ারহাট অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারে গ্রীষ্মকালীন ছুটি ও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে আগামী ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার হতে ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার পর্যন্ত সকল একাডেমিক ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৯ জুন ২০২৪, শনিবার হতে পূর্বের ন্যায় ক্যাম্পাসে স্বশরীরে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সময়-সূচি অনুযায়ী খামারবাড়ি-নিটার-খামারবাড়ি ও উত্তরা (আব্দুল্লাহপুর)-নিটার-উত্তরা (আব্দুল্লাহপুর) রুটে ছাত্র-ছাত্রীদের বাস চলাচল করবে।
ছাত্র-ছাত্রীদের এই ছুটির সময় নিজেদের নিরাপদে রাখার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে এবং ছুটির পর যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
প্রতিবছর গ্রীষ্মকালীন ছুটি ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্রাম এবং নতুন উদ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার সুযোগ এনে দেয়। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এই ছুটির সময় পরিবারের সাথে আনন্দমুখর সময় কাটানোর সুযোগ মিলবে।
বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যদের জন্য এই সময়টি যেন সুস্থ ও নিরাপদ হয়, সেই কামনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা প্রদান করা হয়েছে।