amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ-উল-আযহা উপলক্ষে সকল একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা

Link Copied!

সাভারের নয়ারহাট অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ তথা নিটারে গ্রীষ্মকালীন ছুটি ও আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে আগামী ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার হতে ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার পর্যন্ত সকল একাডেমিক ক্লাস ও কার্যক্রম বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৯ জুন ২০২৪, শনিবার হতে পূর্বের ন্যায় ক্যাম্পাসে স্বশরীরে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হবে। পূর্ব নির্ধারিত সময়-সূচি অনুযায়ী খামারবাড়ি-নিটার-খামারবাড়ি ও উত্তরা (আব্দুল্লাহপুর)-নিটার-উত্তরা (আব্দুল্লাহপুর) রুটে ছাত্র-ছাত্রীদের বাস চলাচল করবে।

ছাত্র-ছাত্রীদের এই ছুটির সময় নিজেদের নিরাপদে রাখার জন্য প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে এবং ছুটির পর যথাসময়ে ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতিবছর গ্রীষ্মকালীন ছুটি ছাত্র-ছাত্রীদের জন্য বিশ্রাম এবং নতুন উদ্যমে একাডেমিক কার্যক্রম শুরু করার সুযোগ এনে দেয়। আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে এই ছুটির সময় পরিবারের সাথে আনন্দমুখর সময় কাটানোর সুযোগ মিলবে।

বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যদের জন্য এই সময়টি যেন সুস্থ ও নিরাপদ হয়, সেই কামনায় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বার্তা প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।