amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৩০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

চোখ দেখে বলা যাবে মানুষের মৃত্যুর ঝুঁকি কতটা

আন্তর্জাতিক ডেস্ক
মার্চ ৩০, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

অস্ট্রেলিয়ার একদল গবেষক কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন। এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে একজন মানুষ কতটা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন তা চোখের রেটিনা পর্যবেক্ষণ করে বলে দেওয়া যাবে। বিজ্ঞানবিষয়ক সংবাদমাধ্যম সায়েন্স অ্যালার্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

অস্ট্রেলিয়ার সেন্টার ফর আই রিসার্চের (সিইআরএ) ওই গবেষকরা এ বিষয়ে পিয়ার রিভিউড জার্নাল ব্রিটিশ জার্নাল অব অপথ্যালমোলজিতে একটি নিবন্ধ প্রকাশ করেছেন।

এতে বলা হয়েছে, দুজন মানুষের বয়স সমান হলেই যে তাদের শরীর সমানভাবে বুড়ো হচ্ছে তা নয়। এক্ষেত্রে কে আগে বুড়ো হচ্ছেন তা চোখের রেটিনা পর্যবেক্ষণ করে নির্ধারণ করা যাবে।

এই মডেলের ভবিষ্যদ্বাণীর বিষয়টি সাধারণ পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে করা। তবে মানুষের অন্যান্য শারীরিক কারণ ব্যক্তির মৃত্যুর ওপর কেমন প্রভাব ফেলতে পারে সে বিষয়টি এখানে আমলে নেওয়া হয়নি।

২০২২ সালে প্রথম এই মেশিন লার্নিং মডেলটি নিয়ে কাজ শুরু হয়। গবেষকদের দাবি, এই মেশিন লার্নিং মডেলের অ্যালগরিদম এতটাই নিখুঁত যে সাড়ে ৩ বছর সময়সীমার মধ্যে এটি যুক্তরাজ্যে মধ্যবয়সী ও বয়স্ক ৪৭ হাজার মানুষের সম্ভাব্য মৃত্যু ঝুঁকি প্রায় নির্ভুলভাবে বলে দিতে পারবে।

এই গবেষণা থেকে বোঝা যাচ্ছে বয়স বাড়ার সঙ্গে মানুষের চোখের রেটিনাও ক্ষতিগ্রস্ত হতে থাকে। কারণ, চোখের এই অংশটিতে রক্ত ও স্নায়ুতন্ত্রের মতো জটিল নালিগুলো যুক্ত থাকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।