amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবির পরিবহন প্রশাসকের দায়িত্ব পেলেন অধ্যাপক ওমর ফারুক

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ৪:২১ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুক।

আগামী দুই বছরের জন্য তিনি এ নিয়োগ পান। রোববার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মো. ওমর ফারুককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো। এ সময় তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। এ আদেশ ২৯ সেপ্টেম্বর থেকে কার্যকর।
এর আগে শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ তৎকালীন পরিবহন প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক শিক্ষার্থীদের তোপেরমুখে পদত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।