amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জবিস্থ ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
মার্চ ১৭, ২০২৫ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ব্রাক্ষণবাড়িয়া জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

রবিবার (১৬ই মার্চ) পুরান ঢাকার জনসন রোডের স্টার কাবাবে এই ইফতার মাহফিল আয়োজিত হয়। ইফতারে প্রায় দুইশতাধিক শিক্ষার্থী এবং অসংখ্য বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের আহবায়ক এম.তানভীর রহমান বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমাদের ইফতার আয়োজন হয়েছে। ইফতারের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্রাক্ষণবাড়িয়া জেলার ছাত্রছাত্রীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। সামনেও ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদ, ব্রাক্ষণবাড়িয়া শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সর্বোচ্চটা দিয়ে কাজ করে যাবে।

অনুষ্ঠানের সঞ্চালক ও ব্রাক্ষণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্য সচিব জাহিদ হাসান বলেন,আমরা ব্রাক্ষণবাড়িয়া শিক্ষার্থীদের পাশে সবসময় থাকতে চাই।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে একত্রিত হয়েছে। তাদেরকে একত্রিত করতে পেরে আমরা খুবই আনন্দিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।