জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় ছিনতাইকারীকে ধাওয়া করে আটক করেছে শিক্ষার্থীরা। রবিবার (১০ মার্চ) রাত আনুমানিক ৮ টার দিকে কদমতলী এলাকায় এই ঘটনা ঘটে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের ১৬ তম ব্যাচের চড়ুইভাতি অনুষ্ঠান শেষে নতুন ক্যাম্পাস থেকে ফেরার সময় কদমতলী এলাকায় শিক্ষার্থীদের বাসের জানালা দিয়ে রিমন নামের এক শিক্ষার্থীর মোবাইল টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। পরে বাস থেকে কয়েকজন শিক্ষার্থী নেমে ধাওয়া করে ছিনতাইকারীকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে এবং প্রক্টরিয়াল বোডির নিকট হস্তান্তর করে।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন,ছিনতাইকারীকে যথাযথভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপার্দ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।