amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় আইন অলিম্পিয়াডে ২য় স্থান অধিকার করলো বশেমুরমেবির দুই শিক্ষার্থী

পান্থ মজুমদার, বশেমুরমেবি প্রতিনিধি:
আগস্ট ২৪, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

গত ১৯শে আগস্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় আইন অলিম্পিয়াড। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এর একটি দল সহ দেশ সেরা আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩২ দল অংশগ্রহণ করে। সেই অলিম্পিয়াডে ২য় স্থান অর্জন করে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী মাহির এবং সিফাত তাসনীম। এটি নিঃসন্দেহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির জন্য বড় অর্জন।

এই বিষয়ে জানতে চাইলে, মাহির বলেন এটি একটি দুর্দান্ত অনুভূতি ছিল কারণ স্বাভাবিক প্রতিযোগিতার বিপরীতে এটিতে আমাদের আইনী জ্ঞান ও সৃজশীলতার মিথষ্ক্রিয়া ঘটাতে হয়েছিল এবং আমাদের প্রদত্ত এজেন্ডা বা বিষয়গুলিকে উন্নত করতে হয়েছিল এবং উপস্থাপনা, প্রশ্ন/উত্তর সেশন অংশ নিতে হয়েছিল এবং লিখিত পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছিল। আমরা সত্যিই ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আরও অনেক বিশ্ববিদ্যালয়ের ৩২ টি দল এর সামনে আমাদের পক্ষে দ্বিতীয় রাউন্ডে যাওয়াও অসম্ভব।

এছাড়া তিনি আরও বলেন, প্রচণ্ড প্রতিযোগিতার মধ্য দিয়ে যাওয়ার পর যেমন উপস্থাপনা, প্রশ্নোত্তর পর্ব, লিখিত পরীক্ষা এবং আমাদের গবেষণাপত্র ডিফেন্ড করার পর, আমরা অবশেষে তর্কমূলক দক্ষতা রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছি এবং এর জন্য একটি পুরস্কার পেয়েছি এবং সামগ্রিকভাবে এই জাতীয় আইন অলিম্পিয়াডে রানার্স আপ হয়েছি।

পরিশেষে তিনি বলেন,এই কৃতিত্ব এর পিছনে ছিলেন আমাদের শিক্ষক বিশেষ করে অলিম্পিয়াডে আমাদেরকে মেন্টরিং করেছেন তানভীর আহমেদ স্যার এবং অভিভাবকগণ। আমাদের বন্ধুদের সমর্থন আমাদের শক্তি যুগিয়েছে।

এই অর্জন শুধু আমাদের সিভিতে সাহায্য করবে না, আরো আমাদেরকে সাহায্য করবে বাংলাদেশের সম্মানিত আইন ব্যক্তিত্বদের সাথে সম্পর্ক স্থাপন করে আমাদের মেরিটাইমের  সুখ্যাতি ছড়িয়ে দিতে দেশে এবং বিদেশে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।