amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

দিনব্যাপী নানান আয়োজনে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত

আবু বক্কর সিদ্দিক, চবি প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৪ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ( চবি) দেশের তৃতীয় ও  বৃহত্তম একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। ৯৬৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের  পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আব্দুল মোনেম খান এর  উদ্বোধন মাধ্যমে, প্রথমে কলা অনুষদের অন্তর্গত বাংলা, ইংরেজি, ইতিহাস ও অর্থনীতি বিভাগে ২০০ জন শিক্ষার্থী এবং ৭ জন শিক্ষক নিয়ে  পথচলা এই  বিশ্ববিদ্যালয়ের।

প্রকৃতিক  সৌন্দর্যের ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোমবার (১৮ নভেম্বর),  ৫৯ তম প্রতিষ্ঠাবার্ষিকি আয়োজনে ছিল, জুলাই -আগস্টে শহীদের স্বরণ রেখে খুব সাদামাটা পরিসরে এবং শিক্ষার্থীদের জন্য নানা সুসংবাদ নিয়ে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ইয়াহ্ইয়া আখতার আয়োজিত আলোচনা অনুষ্ঠানে  শিক্ষার্থীবান্ধব এ সুন্দর আয়োজনের শুভ উদ্বোধন করেন।  এই সময়ে আরো উপস্থিত ছিলেন,উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার।

উপাচার্য তার ভালো কিছু উদ্যোগ বিষয়ে সকলকে অবহিত করেন এগুলোর মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের পরে দ্রুত ক্যাম্পাস খোলা, মেধার ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া, লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা,শাটল ট্রেনের সংখ্যা বাড়ানো ।

তিনি আরো বলেন, খুব শীঘ্রই চাকসু নির্বাচনের ব্যবস্থা করা হবে। সম্মানিত শিক্ষকদের গবেষণা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমের তথ্য আপডেট করা হবে।  এবং  মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার জন্য আবাসিক শিক্ষার্থীদের ডোপ টেস্ট করাবো। ক্যাম্পাসে নারী নির্যাতন প্রতিরোধে নারী শিক্ষার্থীদের জন্য নারী উপদেষ্টা নিয়োগ করা হবে। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে মেডিকেল সেন্টারে নারী শিক্ষার্থীদের জন্য নারী কাউন্সিলর ঠিক করা হবে। শিক্ষার্থীদের অধিকার সর্বতোভাবে প্রতিষ্ঠা করা হবে।

৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও চবি উপ-উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, চবির সকল বিভাগে পরীক্ষা ও ক্লাস চলমান রাখা ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারের আয়োজন খুব সীমিত পরিসরে করা হয়েছে। এবং আলোচনা অনুষ্ঠানে উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সম্পূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি জানান।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন।  ক্যাম্পাসের দুজন শহীদ ফরহাদ ও তরুয়ার নামে দুটো হলের নামকরণ করা, শিক্ষার্থীদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়ে চবির গবেষণা কার্যক্রমকে এগিয়ে যাওয়ার দাবি সহ আরো অনেক দাবি জানান তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।