গতকাল ২৬ আগস্ট ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এ “এগ্রেশন অর রিডেম্পশন? দ্য ওয়্যার টু এন্ড অল ওয়্যারস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত হয় “নিটার আন্ত: বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতা-২০২৩” এর সেমিফাইনাল এবং ফাইনাল।
গত ২৬ আগস্ট সকাল দশ ঘটিকায় নিটার কনফারেন্স রুমে বিইউপি ০১, জেইউডিএস এবং ডিইউডিএস টিমগুলো তাদের যুক্তির খেলা শুরু করে। প্রোগ্রামটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন নিটার ডিবেটিং সোসাইটির মডারেটর রায়হান আহমেদ জয়।
“বিইউপি ০১” এবং “ডিইউডিএস” এর মধ্যে সেমিফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় এবং এতে বিইউপি জয়লাভ করে।
দুপুর দুইটায় শুরু হয় সেই কাক্ষিত ফাইনাল। “বিইউপি ০১” এবং “জেইউডিএস” উত্তেজনার সাথে তাদের যুক্তি উপস্থাপন করতে থাকে।
জাজিং প্যানেলে ছিলেন নিটার ডিবেটিং সোসাইটির মডারেটর রায়হান আহমেদ জয়, তানভির মোরশেদ, মেহেদি রহমান নিকাশ এবং হাসিব খান এবং মোবাশ্বারা ফারদিন।
প্রতিযোগিতার সমাপনী পর্বে কোরআন থেকে তিলাওয়াত, গীতাপাঠ দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন নিটারের সম্মানীত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জোনায়েবুর রশীদ। এছাড়াও বক্তব্য প্রদান করেন নিটার ডিবেটিং সোসাইটি’র মডারেটর প্রভাষক জনাব রায়হান আহমেদ জয়; জনাব সৈয়দ হাসান মাহমুদ, সহকারী অধ্যাপক; জনাব আলভী আল সৃজন, সহকারী অধ্যাপক; নিটার ডিবেটিং সোসাইটি’র সভাপতি জনাব শরীফ উল্লাহ্ মুবিন ও সাধারন সম্পাদক জনাব নাসিবুল হাসান সৈকত প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জেইউডিএস) পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
এছাড়াও সামগ্রিক সহযোগিতায় ছিলো নিটার ডিবেটিং সোসাইটির সকল সদস্য এবং ভলান্টিয়ারগণ। একদল উৎসুক দর্শকের উপস্থিতিতে সাবলীলভাবে প্রোগ্রামটি সম্পন্ন হয়।