amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৪ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিটার ১১ ব্যাচের স্কলারশিপ বাতিল, কেও জানে না যথাযথ কারণ।

মো. রুবায়েত রশীদ
আগস্ট ১৪, ২০২৪ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবছর নিটারে ভর্তি হয় অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী। তার ভিতর পারিবারিক অসচ্ছলতার কারণে প্রতিবছর ব্যাচ ভিত্তিক স্কলারশিপ সুবিধা দেয়া হয়। যদিও সংখ্যাটা কম তবুও বেশ কিছু শিক্ষার্থী এ সুযোগ পেয়ে থাকে। স্কলারশিপ মেধাভিত্তিক ও অসচ্ছলতা এ দুভাগে দেয়া হয়।

কিন্তু ২০২০-২১ শিক্ষা বর্ষের ভর্তি হওয়া শিক্ষার্থীদের দেয়া স্কলারশিপ কোন এক অজানা কারণে বন্ধ করে দেয় নিটার প্রশাসন। গত বছর, ২০২৩ সালে তাদের শিক্ষাভাতা অজানা কারণে স্থগিত করে নিটার প্রশাসন। যা এখনো চালু হয়নি। এদিকে এ বিষয়ে স্পষ্টভাবে কোন জবাব নিটার প্রশাসন কখনো দেয়নি।

আবার পারিবারিক অসচ্ছলতার কারনে ইনস্টমেন্ট দিতে দেরী হলে ধার্যকৃত জরিমানা মৌকুফ করা হয় না। এদিকে গত বছর ২০২০-২১ বর্ষের ইইই বিভাগের শিক্ষার্থী ইনস্টলমেন্টের টাকা দিতে না পারায় তাকে বর্ষ উন্নয়ন পরীক্ষায় বসতে না দেয়ার অভিযোগ ও আছে।

এমনতাবস্থায় নিটার ১১ তম আবর্তনের মাঝে চাপা ক্ষোভ ও অভিযোগ জন্ম নিয়েছে। যার কোন সুরাহা হয়নি কখনো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।