amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নিসাসের নতুন প্রেসিডেন্ট ফাহিম, সাধারণ সম্পাদক রুবায়েত।

নিটার প্রতিনিধি, মো. রুবায়েত রশীদ।
মার্চ ১২, ২০২৪ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এর ২০২৪-২৫ সালের কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গটজন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে দৈনিক নবজুগের নিটার প্রতিনিধি বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহিম আলম ও অনলাইন ভিত্তিক পত্রিকা আমাদের মুক্তকণ্ঠের নিটার প্রতিনিধি প্রতিষ্ঠানের শিল্প ও উতপাদন প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. রুবায়েত রশীদ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

এছাড়াও এক বছর মেয়াদি কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি “চিন্ময় দত্ত”, যুগ্ম সাধারণ সম্পাদক “নবনীতা ঘোষ স্বপ্নীল”, সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন “উম্মে নাফিজা”, দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন “লাবিবা সালওয়া ইসলাম”, যুগ্ম দপ্তর সম্পাদক হিসেবে থাকবেন “মুজাহিদুল ইসলাম আদর” এবং কোষাধ্যক্ষ হিসেবে থাকবেন “সিফার হায়দার শিবিব”।

এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্বে থাকবেন “মিঠুন দাস মিঠু”, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বে থাকবেন “মুবাশ্বির রফিক”, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তেরো তম ব্যাচের “সাবরিন ইমন”৷ পাশাপাশি কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকবেন “রাজ শরীফ”, সাংগঠনিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন প্রথম বর্ষের “মো: সাদমান মোকাররম দেওয়ান”, সহ সাংগঠনিক সদস্য হিসেবে থাকবেন “আসিফ ইমতিয়াজ” এবং সবশেষে শিক্ষানবিশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন একই ব্যাচের “মো: আরাফাত হোসেন রাফি”, “আবিদা সুলতানা এশা” এবং “উম্মে জান্নাত জেসি”।

সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সদ্য সাবেক সভাপতি শান্ত মালো ও সাধারণ সম্পাদক দীপঙ্কর ভদ্র উপদেষ্টা পদে দায়িত্ব পালন করবেন।

নিটার সাংবাদিক সমিতি ক্যাম্পাসের যাবতীয় খবর, সাফল্য বহির্বিশ্বে  উপস্থাপনে উৎসুক হয়ে কাজ করে চলা এই নিটার সাংবাদিক সমিতি (নিসাস) কে এগিয়ে নিতে কার্যনির্বাহী সদস্যের প্রত্যেকেই প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন উক্ত সমিতির নতুন ও পুরাতন সদস্যগণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।