amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ১৬ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে সাংস্কৃতিক উৎসব ‘ইষ্টিকুটুম’ অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
মার্চ ১৬, ২০২৩ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

অ্যাডভেঞ্চার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃহৎ সাংস্কৃতিক উৎসব ‘ইষ্টিকুটুম’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয়বারের মতো উৎসবের আয়োজন করেছে ক্লাবটি।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে উৎসবের উদ্বোধ করেন ক্লাবের উপদেষ্টা ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাহানা রহমান। এসময় ক্লাবটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ইষ্টিকুটুম উৎসব ঘিরে দিনব্যাপী মেলা, ছবি প্রদর্শনী, বায়োস্কোপ প্রদর্শনী, ঘুড়ি ও ফানুস উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এসময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, আইআইএসের পরিচালক ড. মো. আনিসুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।