amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৩০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা মাজহারুল ইসলাম বুলবুল

লিমা আক্তার, ভালুকা(ময়মনসিংহ)
মার্চ ৩০, ২০২৫ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহ জেলাবাসী সহ দেশ-বিদেশে বসবাসরত মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল এর সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাজহারুল ইসলাম বুলবুল।

শুভেচ্ছা বানীতে বুলবুল বলেন পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র এক দিন বাকী। সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক প্রায় শেষ । বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক আনন্দ -উল্লাস, সুখ-শান্তি আর অনাবিল সমৃদ্ধি। সবার জীবনে অটুট হউক ভ্রাত্বেত্যবোধ ও আত্মীয়তার বন্ধন। এই আমার কামনা। ময়মনসিংহ জেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
তিনি আরও বলেন, মহান আল্লাহ একদিকে যেমন ধনী, গরিব সবার মাঝেই সমানভাবে ঈদের আনন্দ পৌঁছে দিয়েছেন, তেমনি গরিবকে ফিতরা, দান, খয়রাত, যাকাত প্রদানের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আদর্শ সমাজ প্রতিষ্ঠার বিধানও দিয়েছেন। আদর্শ রাষ্ট্রীয় জীবনের জন্য দৈনন্দিন কার্যক্রমে ঈদ-উল ফিতরের শিক্ষা অনুসরণ করার আহবান রইলো। সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।