পূর্বধলা ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। মায়ের ভাষাকে রক্ষার জন্য রাজপথে আন্দোলন হয়। পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের দামাল ছেলেরা।
সালাম-বরকত-রফিক-শফিক-জব্বার আরও কত নাম না-জানা সে সব শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে।এধারাবাহিকতায় নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পূর্বধলা উপজেলা বিএনপির উদ্যোগে মহান ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার(২১ ফেব্রয়ারি) দিবসটি উপলক্ষ সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় পূর্বধলা উপজেলা বিএনপি ও ১৬১ নেত্রকোনা -৫ ধানের শীষের নমিনি আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্নার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক তাৎপর্যপুর্ণ দিন। বাংলা ভাষা আমাদের মর্যাদার প্রতীক। বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলে ও সত্য ভাষা ফিরে পেলে ও প্রাণখুলে সেই ভাষায় আমরা কথা বলতে পারছিনা।
তিনি আরো বলেন, বাংলা ভাষার যথাযথ মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তবেই ভাষা আন্দোলনের শহীদদের আত্নত্যাগ ও স্বপ্ন সার্থক হবে। তিনি আরো বলেন ভাষা আন্দোলনের অন্যতম শিক্ষা হল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তিনি দেশে গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠারর লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহবান জানান।এ সময় আরো উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপি’র নেতৃবৃন্দ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল, তাঁতি দল, মৎস্যজীবী দল, সহ উপজেলা, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।