amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৩ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে অষ্টম সংঘরাজ শীলালঙ্কার ও রাজগুরু আর্যমিত্রের ৯ম স্বরণসভা

Muhammad Jipon
মার্চ ২৩, ২০২৫ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফটিকছড়ির নানুপুরে শীলালঙ্কার-রাজগুরু আর্যমিত্র ফাউন্ডেশনের উদ্যোগে অষ্টম সংঘরাজ শীলালঙ্কার মহাস্থবির ও রাজগুরু আর্যমিত্র মহাস্থবির এর ৯ম স্বরণসভা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০ ও ২১ মার্চ নানুপুর আনন্দধাম বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে। একইসাথে নানুপুর আনন্দধাম বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিনয়াশ্রী স্থবিরের বরণোৎসব সম্পন্ন হয়।

দুইদিন ব্যাপী অনুষ্ঠানে বুদ্ধকীর্তন, ত্রিপিটক চ্যান্টিং, স্মৃতি বৃত্তি পরীক্ষার পুরষ্কার ও শিক্ষা সামগ্রী প্রদান, প্রয়াত দাতা সদস্য ও নানুপুর-নিশ্চিন্তাপুর গ্রামের প্রয়াতদের স্বরণে অষ্টপরিষ্কাসহ সংঘদান, স্বরণসভা ও মহাস্থবির অভিধা প্রদান ও কর্মময় জীবন শীর্ষক আলোচনা অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

শেষদিন অনুষ্ঠানে মঙ্গলাচরণ করেন ভদন্ত জ্যৌতিশাক্য ভিক্ষু, আশীর্বদক ছিলেন অগ্গমহাপণ্ডিত ড. জ্ঞানশ্রী মহাস্থবির। ত্রিপিটক বিশারদ প্রিয়দর্শী মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান জ্ঞাতি ছিলেন- সদ্ধর্মবারিধি প্রিয়ানন্দ মহাস্থবির। উদ্বোধক ছিলেন- সদ্ধর্মবারিধি সুগতপ্রিয় মহাস্থবির। বিশেষ জ্ঞাতি ছিলেন- কর্মদূত জিনালংকার মহাস্থবির ও কর্আসারথী শাসনানন্দ মহাস্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন- ধর্মদূত ড. সংঘপ্রিয় মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন- ভদন্ত ড. ধর্মকীর্তি মহাস্থবির।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।