amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ১২ আগস্ট ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ফটিকছড়িতে বসতঘরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ:
আগস্ট ১২, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফটিকছড়িতে বসতঘরে হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ব্যবসায়ী মো: ইলিয়াস।

১০ আগস্ট (শনিবার) বিকালে উপজেলা সদর বিবিরহাট বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

লিখিত বক্তব্যে মোহাম্মদ ইলিয়াস বলেন- হাজি ইদ্রিস গং ও তাদের দলের বাহিনী গত ৬আগস্ট রাতে তার দোকানের কর্মচারী জসিমকে আক্রমণ করেন এবং শারিরীক ভাবে মারাত্মক ভাবে জখম করেন। এবং বসতঘরের দরজা জানালা ও ঘরের ভিতরে ভাংচুর করেন। এছাড়া দোকানে লুটপাট করার জন্য একাধিকবার দলবদ্ধ ভাবে আক্রমণ করে কিন্তু অন্যান্য ব্যবসায়ীদের জন্য তারা ব্যর্থ হন। এসময় তিনি আরো বলেন- হাজ্বী ইদ্রিস গং গত ২০২৩ সাল থেকে আমি, আমার মা, বোন, দোকানের কর্মচারী, আত্মীয় ও শুভাকাঙ্ক্ষীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও কাল্পনিক ফৌজদারী মামলা দিয়ে যাচ্ছে। তারা কোন সময় কোন ঘটনার অবতারণা করেন তার কোন সীমা নাই। আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই অনতি বিলম্বে আপনাদের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কাছে আমাদের জান মালের নিরাপদ প্রার্থনা করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন-মো: শহীদুল্লাহ, মো: ইলিয়াস, মো: বদরুদ্দোজা, মো: নজরুল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।