amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫

ফটিকছড়িতে হালদা নদী ও ধুরুং খালের বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ৮:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদী ও ধুরুং খালের দু’টি পয়েন্টে বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী ও ফকিরাচাঁন এলাকায় এ বেড়িবাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী।

চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মো. সোহাগ তালুকদারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরওয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম, পাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মঈন উদ্দিন চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ডের হাটহাজারী পওর শাখা-১ এর উপ-সহকারী প্রকৌশলী মো. আরিফ উদ্দিন, মুক্তিযোদ্ধা বজল আহমেদ, স্থানীয় ইউপি সদস্য এমদাদুল ইসলাম, মহিলা ইউপি সদস্য আলম নাহার, বিএনপি নেতা দৌলত মিয়া, নুরুল আলম ননা, পাইন্দং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাবর চৌধুরীসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।