নাটোরের সিংড়ায় খেলা দেখতে এসে ফুটবলের আঘাতে শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে ছুটে আসা ফুটবলের আঘাতে তার মৃত্যু হয়।
মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ।
শুকুর আলী (৫৫) সিংড়া উপজেলার কলম ইউনিয়নের পুন্ডরী গ্রামের লুবা প্রমানিকের ছেলে এবং তিনি দিনমজুরির কাজ করতেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিংড়া পুন্ডরী দাখিল মাদরাসা মাঠে কয়েকজন ফুটবল খেলছিল। এসময় ওই শ্রমিক বাড়ি ফেরার পথে মাঠের পাশে দাঁড়িয়ে ফুটবল খেলা দেখছিলেন। এতে ফুটবল ছুটে এসে তার বুকে লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে তার মাথায় পানি দেন। এসময় তার অবস্থার অবনতি হলে দ্রুত সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে ।