amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৫ আগস্ট ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর হত্যাকারীরাই সবসময় দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়: মজিবর রহমান

বগুড়া প্রতিনিধি:
আগস্ট ২৫, ২০২৩ ১০:৫০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরাই সবসময় দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায়। আন্দোলনের নামে দেশে জামাত-বিএনপি নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা স্বাধীনতার পর থেকেই দেশে অরাজকতা সৃষ্টি করে চলেছে। আগস্টে গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলাসহ নানা হত্যাকান্ড ঘটিয়েছে। তারা বঙ্গবন্ধুসহ তাঁর সপরিবারে হত্যা করার মধ্যদিয়ে খুনের রাজনীতি শুরু করতে চেয়েছিল। বিএনপি-জামাত দেশকে পাকিস্তানী ধারায় পরিচালিত করতে চেয়েছিল। কিন্তু তাদের সে স্বপ্ন বাস্তাবায়ন হতে দেয়নি আওয়ামী লীগ। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এ মাস।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে শহরের টেম্পল রোড দলীয় কার্যালয়ে বগুড়া জেলা যুব মহিলা লীগ আয়োজিত শোকাবহ আগস্টের কর্মসূচি পালন উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মজিবর রহমান মজনু আরও বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় ঢাকায় বঙ্গবন্ধু এ্যাভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালায় তারা। এই হামলায় আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হয়। আর আহত হন পাঁচ শতাধিক। প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট লাইজিন আরা লিনার সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। সংগঠনের জেলার সাধারণ সম্পাদক আফরোজা আক্তার রিমার পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিল্পী রহমান, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান রাজন, মহিলা আওয়ামী লীগ শহর শাখার সাধারণ সম্পাদক হুসনেআরা হাসি, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মাকসুদা আক্তার মলি, হাসিনা খাতুন হিরা, শাহিনা আক্তার, শাহানা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুচনা ফেরদৌস, আতিয়া খাতুন, ফেরদৌসী রহমান, যুব মহিলা লীগ নেত্রী আছমা খাতুন, শাহানাজ, নাহিদা আক্তার,হাবিবা, রেহেনা প্রমূখ।
আলোচনা সভার শেষে আগস্টে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।