amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বশেফমুবিপ্রবি পরিবহন পুলে নতুন মিনি বাস

বশেফমুবিপ্রবি প্রতিনিধি, জামালপুর :
অক্টোবর ৫, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) নতুন একটি মিনি বাস যুক্ত হয়েছে। ফলে এখন থেকে জামালপুর থেকে শহর থেকে ক্যাম্পাসে প্রতিদিন তিনটি পরিবহনে শিক্ষার্থীরা আসা-যাওয়া করতে পারবেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের সামনে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুল আলম খান নতুন বাসটির উদ্বোধন করেন। তিনি বলেন, নতুন হিসেবে এ বিশ্ববিদ্যালয়ে অবকাঠামোসহ অন্যান্য খাতে চ্যালেঞ্জ আছে। তবে আমরা এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। পরিবহনসহ অন্যান্য খাতের সমস্যাগুলোর সমাধানের উদ্যোগ নেয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রচেষ্টাও অব্যাহত আছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর ও ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এসএম ইউসুফ আলী, পরিবহন কমিটির আহ্বায়ক ও মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট পার্থ সারথি দাশ, নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফকির মোহাম্মদ আব্দুল মান্নান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, কর্মচারী পরিষদের সভাপতি মো. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন, তাইফুল ইসলাম পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ অক্টোবর পরিবহন কমিটির আহ্বায়কের নেতৃত্বে কমিটির সদস্যরা প্রগতি ইন্ডাস্ট্রিজের কাছ থেকে ৩২ সিটের এই গাড়িটি বুঝে নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।