নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজারদর স্বাভাবিক রাখতে ভালুকায় ইউএনও এবং এসিল্যান্ডের নেতৃত্বে বাজার মনিটরিং ও পৌর সদরের ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) পৌর সদরে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান। এই অভিযানে সহযোগিতা প্রদান করে ভালুকা মডেল থানা পুলিশ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা বৃন্দ। এসময় বেশ কয়েকটি দোকানদারকে বিভিন্ন পরিমাণে আর্থিক দণ্ড প্রদান করার পাশাপাশি অন্যান্য ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
এসময় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খান সাংবাদিকদের জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ও সিন্ডিকেটের কালো থাবা থেকে বাজারকে রক্ষা করতে এই অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।