ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলার ঘটনায় মোছাঃ শাহানাজ বেগম(৩০) নামে ১ মহিলা গুরুতর আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার রাজৈ ইউনিয়নের ডুলিভিটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোছাঃ শাহানাজ বেগম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন শনিবার সকালে শাহানাজ বেগমের ছেলে মোঃ সাকিব মিয়া'(৮)র সাথে বিবাদীর ছেলে তৌঢিক মিয়া(৭)’র খেলাধুলা বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির বিষয়ে মোছাঃ শাহানাজ বেগম জিজ্ঞাসা করলে আজিজুল পাঠান(৪৮),রুপা আক্তার(৪০),রায়হান মিয়া(২০),বর্ষা আক্তার(১৮) ও মোছাঃ নাহার(৩০) অতর্কিত হামলা চালিয়ে মঁছাঃ শাহানাজ বেগমকে আহত করে মোছাঃ শাহানাজ বেগমের ব্যবহৃত ২ আনা ওজনের কানের ধুল(বাজার মূল্য১৭,০০০/-টাকা) ও ৮ আনা ওজনের স্বর্নের চেইন (যার বাজার মূল্য ৫৫,০০০/- টাকা) লুট করে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত মোছাঃ আখি আক্তারকে চিকিৎসার জন্য উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।