amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৬ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় সন্ত্রাসী হামলার ঘটনায় আবুল হোসেন ফকিরকে গ্রেপ্তার করছে পুলিশ

adnan
জুন ১৬, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলায় ভালুকা পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফকির রাজিব এর পিতা রফিকুল ইসলাম ফকির ও সফর সঙ্গী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাহেবের মেয়ের জামাই মোঃ বাদশা মিয়া নামে আহতের ঘটনায় আবুল হোসেন ফকির নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার নিজ বাড়ী থেকে আবুল হোসেন ফকিরকে গেপ্তার করা হয়।

স্থানীয়রা জানান আবুল হোসেন ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা বাদশা মিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লাঠি, রড,শাবল দিয়ে হামলা চালিয়ে মোঃ বাদশা মিয়াকে আহত করে মৃত ভেবে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। এসময় রফিকুল ইসলাম ফকির আহত হয়,পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স বাদশা মিয়েকে ভর্তি করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বাদশা মিয়ার উপর হামলার ঘটনায় আসামীকে গ্রেপ্তার করে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।