ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের হামলায় ভালুকা পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ফকির রাজিব এর পিতা রফিকুল ইসলাম ফকির ও সফর সঙ্গী বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি সাহেবের মেয়ের জামাই মোঃ বাদশা মিয়া নামে আহতের ঘটনায় আবুল হোসেন ফকির নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী এলাকার নিজ বাড়ী থেকে আবুল হোসেন ফকিরকে গেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান আবুল হোসেন ফকিরের নেতৃত্বে সন্ত্রাসীরা বাদশা মিয়াকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র লাঠি, রড,শাবল দিয়ে হামলা চালিয়ে মোঃ বাদশা মিয়াকে আহত করে মৃত ভেবে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে চলে যায়। এসময় রফিকুল ইসলাম ফকির আহত হয়,পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স বাদশা মিয়েকে ভর্তি করা হয়।
ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, বাদশা মিয়ার উপর হামলার ঘটনায় আসামীকে গ্রেপ্তার করে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।