ময়মনসিংহের ভালুকায় কাচিনা উচ্চ বিদ্যালয়ের দপ্তরি কর্তৃক আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আমিনুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে ভুক্তভোগী আমিনুল ইসলাম কাদিগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আঃ সালাম(৩৬) এর দোকান সংলগ্ন মজিবুর রহমানের চায়ের দোকানে বসে কথা বলছিলেন। এসময় অভিযুক্ত নৈশ প্রহরী আ: ছালাম বাদী আমিনুল ইসলামের কাছে তার দোকান বাকী একশত বিশ চান। আমিনুল ইসলামের নিকট ভাংতি টাকা না থাকায় পরে টাকা পরিশোধ করার কথা বললে আ: ছালামের সাথে কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির ঘটনায় ক্ষিপ্ত হয়ে আঃ সালাম(৩৬), জেসমিন আক্তার(২৮) রেজিয়া খাতুন(৫৬) হামলা চালিয়ে আমিনুল ইসলামকে আহত করে নগদ ৭০০০ টাকা ও একটি বাটন ফোন(১২০০ টাকা মূল্যের) ছিনিয়ে নিলে আমিনুল ইসলামের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীগন খুন জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অভিযুক্ত আঃ সালামকে জিজ্ঞাসা করলে মুক্তকণ্ঠকে জানান, আমিনুল ইসলামের সকল অভিযোগ মিথ্যা এমন কোনো ঘটনা ঘটেনি।
ভালুকা মডেল থানার ওসির শাহ কামাল আকন্দ জানান অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত পূর্বক আইনগত প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে।