শাহছুফি ছৈয়দ গোলাম মরতুজা মাইজভান্ডারি বলেছেন- নৈতিক শিক্ষা এমন একটি শিক্ষা, যা মানুষকে উচিত-অনুচিত বুঝতে শেখায়, মানুষের বিবেককে জাগ্রত রাখে, মানুষকে শিষ্টাচার, শালীনতা ও শুদ্ধাচার শিক্ষা দেয়। নৈতিক শিক্ষা বা নৈতিকতা মানুষের মধ্যে বিনয়, মমত্ববোধ, শ্রদ্ধাশীলতা এবং পারস্পরিক সেতুবন্ধ সৃষ্টি করে। মাইজভান্ডার দরবার শরীফ এ নৈতিক শিক্ষাই দিয়ে থাকে।
মাইজভান্ডারি গাউসিয়া সামস মঞ্জিলে হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি (ক:) চন্দ্রাবার্ষিকী এবং বাবা ভান্ডারীর নাতি হযরত সামসুল ইসলাম মাইজভান্ডারির খোশরোজ শরীফ উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে মোনাজাতে তিনি এসব কথা বলেন।
এদিন খতমে কোরআন, খতমে গাউছিয়া মাইজভান্ডারিয়া ও মিলাদ মাহফিল, ছেমা মাহফিল, হালকায়ে জিকির এবং সর্বশেষ আখেরী মোনাজাত শেষে কর্মসূচি শেষ হয়।
শাগছুফি ছৈয়দ গোলাম মরতুজা মাইজভান্ডারির একমাত্র পুত্র পীরজাদা ছৈয়দ আবু ছালেহ জঙ্গির তত্বাবধানে এসব কর্মসূচি বাস্তবায়িত হয়।