এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার সকল কার্যক্রম নিয়ে মাস্কাটে এবার উদ্বোধন হল ট্রাভেল এজেন্সি ট্যুরিজম অফিস।
গত শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশ মাস্কাটের মোবেলা সানাইয়ার ০৭ নং রোডে এ প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মো: হেলাল উদ্দিন। উদ্বোধক ছিলেন- কফিল আসহাদ সেলিম হামিদ আল কানবাছি। প্রতিষ্ঠানটি পরিচালনা করবেন
মোঃ মহিন উদ্দিন। যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন: মোবাইল- 94830920/ 94482263।
ট্রাভেল এজেন্সি ট্যুরিজম অফিসে আপনি পাচ্ছেন-
১/মাস্কাট থেকে যে কোন দেশের টিকেট ও টু-রিস্ট ভিসা প্রসেসিং
২/মাস্কাট যাওয়ার জন্য মেডিকেল.
৩/ মাস্কাট ভিসা ম্যান পাওয়ার
৪/পাসপোর্ট রেনিও
৫/ বাংলাদেশ থেকে যে কোন দেশের টু-রিস্ট ভিসা এবং টিকেট।
৬/ ওমরা সহ অন্যান্য সকল প্রসেসিং
এ প্রতিষ্ঠানটি সর্বোচ্চ ডিসকাউন্টে এসকল কাজ বিশ্বস্ততার সাথে করবে বলে আশ্বাস দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ মহিন উদ্দিন।