ফিলিস্তিনের জনগণের ওপর চলমান বর্বর হামলা ও গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ফিলিস্তিনি জংনগণের উপর হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দূতাবাসে স্মারকলিপি প্রদানের লক্ষ্যে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আগামী ১০ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে এই কর্মসূচি শুরু হবে।
মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক পরামর্শ সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভায় শিক্ষক সমিতির সদস্যদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইসউদ্দীন বলেন, “ফিলিস্তিনের পাশে দাঁড়াতে ধর্ম নয়, প্রয়োজন মানুষের বিবেক। গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে আমাদের এই পদক্ষেপ মানবতার জয়গান।” তিনি আরও জানান, স্মারকলিপি প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে যাত্রা করবে শিক্ষক-শিক্ষার্থী মিলিয়ে বিশাল এক মিছিল, যেখানে অংশ নেবে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী।
ইতিহাস বিভাগের অধ্যাপক ও শিক্ষক সমিতির সদস্য ড. বেলাল হোসাইন জানান, দীর্ঘপথের এই কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণকে নিরাপদ ও শৃঙ্খলাবদ্ধ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। “আমাদের মূল লক্ষ্য হলো নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখা,” বলেন তিনি।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জবি শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, “শিক্ষক সমিতির এই সাহসী পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ। বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনের শিশুদের রক্তে ভিজে যাচ্ছে ভূমি, অথচ বিশ্ব নীরব। এমন সময় এই কর্মসূচি আমাদের মানবিক চেতনার প্রমাণ।”
এই কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য , ২০২৩ সালে অক্টোবর মাস থেকে ইসরায়েল বর্রর বাহিনি স্থল ও আকাশ পথে গাজা ও রাফায় অভিযান পরিচালনা করে আসছে যাতে এই পর্যন্ত প্রায় ৫০০০০( পঞ্চাশ হাজার) ফিলিস্তিনি শহীদ হন যার মধ্যে অধিকাংশই নারী ও শিশু।