রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণঅনুষ্ঠিত হয়েছে অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট কিংস।
রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ২ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় ৩-৩ গোলে ড্র হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে ৪-৩ গোলে ম্যানেজমেন্ট ডমিনেটরসকে হারিয়েছে ম্যানেজমেন্ট কিংস।
এর আগে শুক্রবার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান। টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকমণ্ডলী।
টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো ৪ টি দল। ম্যানেজমেন্ট কিংস, ম্যানেজমেন্ট ডমিনেটরস, ফ্যালকন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট স্টারস।
ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান জানান,
ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান জানান,
অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানেজমেন্ট বিভাগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটির আয়োজনে শিক্ষার্থীদের নৈপুণ্যতা, একাগ্রতা ও সফলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সহ-শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের একটি মানদণ্ড, তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি সবসময়ই ম্যানেজমেন্ট বিভাগ সহ-শিক্ষামূলক কার্যক্রমের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।