amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্ট অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত

ফায়েজুর রহমান::
সেপ্টেম্বর ২৪, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণঅনুষ্ঠিত হয়েছে অন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানেজমেন্ট কিংস।

রবিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন ২ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ফাইনাল খেলা। খেলায় ৩-৩ গোলে ড্র হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে ৪-৩ গোলে ম্যানেজমেন্ট ডমিনেটরসকে হারিয়েছে ম্যানেজমেন্ট কিংস।

এর আগে শুক্রবার টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান। টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষকমণ্ডলী।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলো ৪ টি দল। ম্যানেজমেন্ট কিংস, ম্যানেজমেন্ট ডমিনেটরস, ফ্যালকন ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট স্টারস।

ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান জানান,

ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান জানান,

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ম্যানেজমেন্ট বিভাগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টটির আয়োজনে শিক্ষার্থীদের নৈপুণ্যতা, একাগ্রতা ও সফলভাবে সম্পন্ন করার দৃঢ় প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়। সহ-শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের একটি মানদণ্ড, তাই একাডেমিক পড়াশোনার পাশাপাশি সবসময়ই ম্যানেজমেন্ট বিভাগ সহ-শিক্ষামূলক কার্যক্রমের দিকে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।