amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

রামগঞ্জে অস্ত্রসহ ছাত্রদল নেতা ইউনুস গ্রেফতার

রামগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুসকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ ফরহাদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ফরহাদ ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ ঘটিকায় চন্ডিপুর এলাকায় ছাত্রদল নেতা ইউনুসের ওপর উওর ফতেহপুর বড় বাড়ির সামনে অতর্কিত হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়৷ হামলার সময় ইউনুসের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়, এতে গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিটকে পড়ে।

এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরহাদকে আটক করে। এ সময় একটি দেশিয় তৈরী এলজি ওয়ান শুটার উদ্ধার করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।