লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর এলাকায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুসকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অস্ত্রসহ ফরহাদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত ফরহাদ ইউনিয়নের উত্তর হাজীপুর গ্রামের মনির হোসেন কালুর ছেলে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ ঘটিকায় চন্ডিপুর এলাকায় ছাত্রদল নেতা ইউনুসের ওপর উওর ফতেহপুর বড় বাড়ির সামনে অতর্কিত হামলা চালানো হয়।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত রবিনের নেতৃত্বে দুইটি মোটরসাইকেলে চারজন দুর্বৃত্ত এই হামলায় অংশ নেয়৷ হামলার সময় ইউনুসের সঙ্গে হামলাকারীদের ধস্তাধস্তি হয়, এতে গুলি লক্ষভ্রষ্ট হয়ে ছিটকে পড়ে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরহাদকে আটক করে। এ সময় একটি দেশিয় তৈরী এলজি ওয়ান শুটার উদ্ধার করা হয়।