amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সাদা দলকে নিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদ

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ, সমালোচনার ঝড়’ শিরোনামে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ করা হয়। এই প্রকাশিত সংবাদকে উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট দাবি করে প্রতিবাদ জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের দপ্তর সম্পাদক মেজবাহুল আজম সওদাগরের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপিতে এই প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির ব্যাক্তিগত ও পারিবারিক কারণে তিনি পদত্যাগ করলেও অখ্যাত একটি অনলাইন পোর্টাল খবর প্রকাশ করেন যে, সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দিন ও ব্যবসা অনুষদের ডীন অধ্যাপক ড. মঞ্জুর মোর্শেদ চাপ প্রয়োগ করে তাকে পদত্যাগে বাধ্য করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল মনে করে যে, এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট সংবাদ। মানহানি ও সাদা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে এই ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি এবং এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, সাদাদল মনে করে যে বৈষম্যহীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিণির্মানে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত। এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে ফ্যাসিবাদের বিরোদ্ধে আপোষহীন সংগ্রামের বীর সেনানী সাদা দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার অর্থ হল জগন্নাথের অগ্রযাত্রাকে রুদ্ধ করে দেয়া। এ ধরণের হীন তৎপরতার সাথে জড়িত ব্যক্তিদের থেকে সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।