amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ২৮ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে ধুলিঝড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪।

আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৮, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে ধূলিঝড়ের কবলে পড়ে ১৩টি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

ধুলিঝড়ে বেশ কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষ হলে হতাহতের ঘটনা ঘটে।

সংঘর্ষের ঘটনা ঘটেছে রিয়াদের আল রায়ান এবং আসির প্রদেশের বিসা শহরকে সংযোগকারী একটি সড়কে।

দুর্ঘটনার পর সৌদি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্সে করে আহতদের আল-রাইন জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তরিত করা হয়।

দুর্ঘটনায় আহত অনেকের হাত, পা ভেঙ্গে গেছে। এছাড়া অভ্যন্তরীণ রক্তপাতসহ ছোটখাটো আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে চারজনকে কিং সৌদ মেডিকেল সিটি এবং আল-কুওয়াইয়াহ জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সাতজনকে মেডিকেল ফলোআপের জন্য আল-রাইন জেনারেল হাসপাতালের বিভাগে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আটজনকে স্বাস্থ্যের উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানায় আল-রাইন জেনারেল হাসপাতাল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।