amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৫ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীনতা দিবস উপলক্ষে নিটারে আলোচনা সভা

নিটার প্রতিনিধি মো. রুবায়েত রশীদ
মার্চ ২৫, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ ৫৪ তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসকে কেন্দ্র আলোচনা সভার আয়োজন করেছে ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ(নিটার)।

আজ সোমবার (২৫ মার্চ) দুপুর ২ টাই স্বাধীনতা দিবস উপলক্ষে নিটারের একাডেমিক মিলনায়তনে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক ড. মোহাম্মদ জুনাইবুর রশীদ। ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইঞ্জিনিয়ার নুরুন্নবী, ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ ফাতেহ আলী খান পান্নীসহ বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, লেকচারার, নিটারের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং নিটারের কর্মচারীদের উপস্থিতিতে আলোচনা সভাটি শুরু হয়। ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর লেকচারার তানজিনা রিফাত টুম্পার সঞ্চালনায় মুক্তিযুদ্ধ ইতিহাসের বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং জ্যোতির্ময় গুহঠাকুরতার সুযোগ্য কন্যা তাঁর লোমহর্ষক স্মৃতিচারণের ভিডিও রিপোর্ট প্রদর্শন করা হয়। পরবর্তীতে জনাব নুরুন্নবী, জনাব মোহাম্মদ ফাতেহ আলী খান পান্নী, জনাব ড. জোনায়েবুর রশীদ এবং জনাব ইন্দ্রজিৎ কুমার পাল তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও এর পটভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করেন আলোচনা সভার উপস্থিত বক্তারা এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭১ এর সকল যোদ্ধাদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

উল্লেখ্য, সভায় আলোচকগণ স্বাধীনতা যুদ্ধের অনুপ্রেরণার আলোকে দেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

শেষে নিটারের কেন্দ্রীয় মসজিদের ইমাম মো: আবদুল ওয়াহিদ একটি বাংলাদেশ পাওয়ার জন্য আত্মত্যাগকারী সকলের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাদেরকে শহীদ হিসেবে কবুল করার জন্য সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।