চট্টগ্রামের হাটহাজারীতে পরিবেশ আইন তোয়াক্কা না করে প্রকাশ্যে শতবর্ষী প্রাচীন পুকুর ভরাটের কাজ চলছে, উপজেলা মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ রমেশ মহাজন সড়কের নামার বাজার সংলগ্ন পুর্ব পাশে শতবর্ষী পুকুর রাতের অন্ধকারে ভরাট করছেন প্রভাবশালী ব্যক্তি।
সরজমিনে গিয়ে দেখা যায়, পুকুরের চারপাশে বড় বড় গাছ কেটে টিনের বেড়া দিয়ে ঘেরা দেওয়া হয়েছে, দিনের বেলা কাজ বন্ধ থাকলেও গভীর রাতে ড্রাম ট্রাক দিয়ে শতবর্ষী প্রাচীন পুকুরটি ভরাট করছেন।
এই বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করা স্থানীয়রা বলেন, সরকার পট পরিবর্তনের সুযোগে এ সময়টাকে কাজে লাগাচ্ছেন কিছু প্রভাবশালী ব্যক্তি, তবে এভাবে পরিবেশ আইনকে তোয়াক্কা না করে জনসমক্ষে প্রাচীন পুকুরটি ভরাটের ফলে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি পানির সংকটে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা।
এই বিষয়ে উপজেলা সহকারী (ভুমি) কমিশনার লুৎফুন নাহার শারমীন বলেন, পুকুর ভরাটের বিষয়ে আমাকে (ইউএনও) মহোদয় জানিয়েছেন, আমি ছুটিতে থাকার কারণে সরজমিনে আমাদের ভুমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়েছিলাম। তিনি এর সত্যতা প্রমান পাই। পরবর্তীতে যথাযথ কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান বলেন, বিষয়টি আমি গত মঙ্গলবারে জানতে পেরেছি, আমি জেলা পরিবেশ অধিদপ্তরে অবহিত করেছি, দ্রুত এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।