amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৮ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে পারিবারিক কলহে অন্তঃসত্ত্বা গৃহবধূ গলায় ফাঁস

এম, রাসেল সরকার
জানুয়ারি ১৮, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর রামপুরায় পারিবারিক কলহের জেরে ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মৌ রানী সরকার (২৩) গলায় ফাঁস দিয়েছেন। পরে অচেতন অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় রামপুরার চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোনিয়া পারভীন।

তিনি বলেন, আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনিয়া পারভীন বলেন, নিহতের বাবা সঞ্জীবন সরকার জানিয়েছেন- মৌ রানী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। স্বামীর সঙ্গে কথাকাটাকাটির একপর্যায় মৌ রানী নিজের রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে অচেতন অবস্থায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে রামপুরা থানায় মৌ রানীর বাবা জিডি করেছেন।

বাবা সঞ্জীবন সরকার বলেন, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন সময় আমার মেয়েকে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে গলায় ফাঁস দিয়েছে।

তিনি আরও বলেন, মৌ রানী স্বামীর সঙ্গে রামপুরা থানার চৌধুরী পাড়ার খিলগাঁওয়ে একটি ভাড়া বাসায় থাকতো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।