amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম ও প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর

নিজস্ব প্রতিবেদন
মার্চ ২৯, ২০২৪ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিলে বক্তারা
আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে মাহে রমজানে

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ হাটহাজারী-ফটিকছড়ি সমন্বয় পরিষদ এর উদ্যোগে গতকাল (২৯ মার্চ) শুক্রবার বেলা ৩ টা হতে চট্টগ্রাম হাটহাজারী উপজেলা সম্মুখস্থ কনক কমিউনিটি সেন্টারে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা, খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব ও এ দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ্জ্বা রূহানী আম্মাজান (রাহ) এর ‘সালানা ওফাত শরীফ’ স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন,মাহে রমজানে মাসব্যাপী সিয়াম সাধনায় রোজাদার আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের প্রশিক্ষণ লাভ করে। রমজানে অর্জিত এ প্রশিক্ষণকে বছরের বাকী এগারো মাসেও এগিয়ে নিতে এক ফলপ্রসু আধ্যাত্মিক উপায় রয়েছে হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারে। পাপীকে নয়, পাপকে ঘৃণা করো এ দর্শনে মহামনীষী হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর আজীবন অগণিত পথভ্রষ্টকে আলোর পথ দেখিয়েছেন, তাদেরকে সকল অন্যায় ও অসৎকর্ম থেকে ফিরিয়ে এনেছেন। এরই ধারাবাহিকতায় আধ্যাত্মিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম,মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন নুরী,মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানী ফয়সল।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুরখান, মাওলানা মুহাম্মদ এরশাদুল হক , আলহাজ্ব মুহাম্মদ শহীদুল্লাহ, প্রমূখ।
ইফতারের পূর্বে মিলাদ ও কিয়াম শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।