amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ-পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় ফটিকছড়ির বাবুনগর মাদরাসার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী (হাফিঃ)। কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জোন জিম্মাদার মাওলানা মীর ইদরিস নদভি।

ঘোষিত কমিটির নেতৃত্বে রয়েছেন— আমীর: মাওলানা আইয়ুব বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর: মাওলানা ছলিম উল্লাহ ও মাওলানা জুনাইদ বিন জালাল, মহাসচিব: মাওলানা ইয়াহিয়া, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ বাবুনগরী।

১২৩ সদস্য বিশিষ্ট এই কমিটিতে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পেয়েছেন, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, প্রধান উপদেষ্টা: মুফতি মাহমুদ হাসান ভূজপুরী এবং সংবাদ সম্মেলনে ফটিকছড়ির সকল কওমি মাদরাসার মুহতামিমদের এই কমিটির উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতি মাহমুদ হাসান ভূজপুরী, মুফতি মাহমুদ শাহ, মুফতি রহিমুল্লাহ, মুফতি শওকত বিন হানিফ, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা আবু তালেব, মাওলানা মাহমুদ শাহ, মাওলানা সালাহউদ্দীন দৌলতপুরী, মুফতি মুহাম্মদ, মাওলানা লোকমান, মাওলানা তারেকুল ইসলামসহ অনেকে।

নবগঠিত কমিটি ফটিকছড়িতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।