‘পুরনো বন্ধু, হারানো দিন, স্মৃতির ছবিরা আজও রঙিন’ এ প্রতিপ্রাদ্য নিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ। দীর্ঘদিন পর সহপাঠী ও সতীর্থদের কাছে পেয়ে আনন্দে মেতে উঠেছিলেন তাঁরা। ক্যাম্পাসের সোনালি দিন নিয়ে আলোচনা আর আড্ডায় কেটেছে তাঁদের সারাটা দিন। স্বল্প সময়ের জন্য হলেও তাঁরা যেন ফিরে পেয়েছিলেন পুরোনো দিনগুলো।
ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল শনিবার বসেছিল ১৯৬৭-২৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা। ভূজপুর ন্যাশনাল স্কুল এন্ড কলেজ প্রাক্তন শিক্ষার্থীরা এ মিলনমেলা অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ৮টার দিকে উৎসব শুরু হয়। এরপর র্যালী এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
বক্তব্যে তিনি বলেন, ফটিকছড়ির মানুষ বড় মনের পরিচয় দিয়ে থাকে। আমি আশা করবো এ মিলনমেলার পর প্রাক্তন শিক্ষার্থীরা সমাজে ভাল কাজ করার উদ্যোগ গ্রহণ করবেন। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য অনুরোধ রইল। এ বন্ধন টিকে থাক অনন্তকাল। তিনি সবার সুস্থতা ও সফলতা কামনা করেন।
এর আগেই আগেই নিবন্ধন করা প্রায় ১হাজার শিক্ষার্থীরা সংবর্ধনাস্থলে আসতে শুরু করে।
শুভেচ্ছা বক্তব্যের পরেই শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ করতে গিয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা হারিয়ে যান পুরনো দিনে। শৈশবের ফেলে আসা দিনগুলো যেন ফিরে পান নতুন করে। দীর্ঘদিনের সহপাঠীদের কাছে পেয়ে আবেগে আপ্লুত হন তারা।
আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্যে তারা হারিয়ে যান জীবনের কর্মব্যস্ত দিন ও সংসার জীবনের বয়ে বেড়ানো ঝামেলা। বন্ধুদের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি আর জমপেশ আড্ডা দেখে মনেই হয়নি তারা এখন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি।
বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক লক্ষীবিন্দু ধরের সভাপতিত্বে মিলনমেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ শামীম উদ্দিন খান। তিনি বলেন-পেশাগত জীবনে শুধুমাত্র অর্থের পেছনে নয়, যদি নিষ্ঠার সাথে নিজেকে দেশের সেবক মনে করে কাজ করতে পারেন, তাহলে সম্মান এবং ঐশ্বর্য দুটোই অর্জন করতে পারবেন। সকলে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে নজর দিন, এগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার কোন বিকল্প নাই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের ছাত্র, পশ্চিম আন্দার মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান উদ্যোক্তা , ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেন-
এই বিদ্যালয় প্রতিস্টাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অস্টম শ্রেণি থেকে লেখাপড়া ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিলে মরহুম চৌধুরী আহমদ ছফা ও প্রমোদ রঞ্জন তালুকদারের চেষ্টায় আবার লেখাপড়ায় মনোযোগী হন এবং সেখান থেকে এ পর্যায়ে আসেন।
ইব্রাহীম তার জীবনের তিনটি বড় অর্জনের বর্ননা দেন সেগুলো হলো: এইচএসসি তে বোর্ড স্ট্যান্ড করে মাননীয়া প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হওয়া, ইসলামী ব্যাংকে যোগ দেয়া এবং তার নিজ গ্রাম যেখানে হাই স্কুল ছিল না সেখানে পশ্চিম আন্দার মানিক হাই স্কুল প্রতিষ্ঠা করা। তরুন প্রজন্মের কাছে অনুরোধ জানিয়ে তিনি স্মার্টফোন কম ব্যাবহার করে গল্প উপন্যাস পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবাসী ভাইদের প্রতি তিনি অনুরোধ রাখেন তাদর পাঠানো রেমিট্যান্স এর টাকায় ছেলেরা যেন অপ্রয়োজনে স্মার্টফোন এবং বাইক না কিনে অর্থগুলো উতপাদন খাতে কাজে লাগান।
ইব্রাহীম তার জীবনের তিনটি বড় অর্জনের বর্ননা দেন সেগুলো হলো: এইচএসসি তে বোর্ড স্ট্যান্ড করে মাননীয়া প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কৃত হওয়া, ইসলামী ব্যাংকে যোগ দেয়া এবং তার নিজ গ্রাম যেখানে হাই স্কুল ছিল না সেখানে পশ্চিম আন্দার মানিক হাই স্কুল প্রতিষ্ঠা করা। তরুন প্রজন্মের কাছে অনুরোধ জানিয়ে তিনি স্মার্টফোন কম ব্যাবহার করে গল্প উপন্যাস পড়ার উপর গুরুত্ব আরোপ করেন। প্রবাসী ভাইদের প্রতি তিনি অনুরোধ রাখেন তাদর পাঠানো রেমিট্যান্স এর টাকায় ছেলেরা যেন অপ্রয়োজনে স্মার্টফোন এবং বাইক না কিনে অর্থগুলো উতপাদন খাতে কাজে লাগান।
বিকালে শুরু হওয়া দ্বীপ এবং দূর্জয় ব্রাদার্সের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আর ঢাক-ডোলের তালে তালে সকলে নেচেছেন, গেয়েছেনও। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল আলোচনা, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও শিশুদের জন্য ছিল শিক্ষামূলক প্রতিযোগিতা ও বিশেষ আয়োজন।
১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্র চট্টগ্রাম সিটি করপোরেশন লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ নিজাম উদ্দীনের পরিচালনায় মিলনমেলায় মোটিভেশান বক্তব্য রাখেন তরুন শিল্প উদ্যোক্তা ১৯৯৫ ব্যাচের শোয়াইফ উল্লাহ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।